মালদা

পাওনা টাকা চাইতে গিয়ে আক্রান্ত এক শ্রমিক

পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিবেশীর হাতে আক্রান্ত হলেন অপর একজন প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে মালদা থানার দেবীপুর গ্রামে। তদন্তে নেমেছে পুলিশ।  আহত ব্যক্তি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।

জানা গিয়েছে আহত ওই প্রতিবেশীর নাম গৌরাঙ্গ দাস(৫৫)। তিনি পেশায় একজন শ্রমিক। অভিযুক্ত প্রতিবেশী সুফল পাটনিকে বছর খানেক আগে টোটো কেনার জন্য ১৫ হাজার টাকা ধার দেয় পেশায় ওই শ্রমিক গৌরাঙ্গ দাস। ১৪ হাজার টাকা শোধ দিলেও বাকি ১ হাজার টাকা ফেরত দিচ্ছিলো না সুফল বলে অভিযোগ। আরও অভিযোগ সেই টাকা চাইতে গেলে সুফল ও তার পরিবারের সদস্যরা গৌরাঙ্গের ওপর চরাও হয়। তাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর ও ইঁট দিয়ে মাথায় আঘাত করা হয়। ঘটনায় স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আহতকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে জানা যায়। ঘটনায় মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আহতর পরিবার বলে জানা গেছে। ঘটনার পর অভিযুক্তরা পলাতক। তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনায় আহত ওই শ্রমিক গৌরাঙ্গ দাস অভিযোগ করে বলেন, তিনি বছর খানেক আগে ১৫ হাজার টাকা ধার দিয়েছিলেন। কিন্তু তাকে চৌদ্দ হাজার টাকা ফেরত দেওয়া হলেও এক হাজার টাকা দিচ্ছিল না সুফল। আর সেই টাকা চাইতে গিয়েই তাকে মারধর করে অভিযুক্ত সহ তার পরিবারের লোকজন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/fgFhTa2Di6o